পপুলার২৪নিউজ ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করে ম্যাচ ড্র করাই টাইগারদের লক্ষ্য বলে জানিয়েছেন অভিষিক্ত উইকেটরক্ষক-ব্যাটসম্যান নূরুল হাসান সোহান।
বৃষ্টির বাগড়ায় রোববার তৃতীয় দিনের খেলা পণ্ড হওয়ার পর ম্যাচে নিজেদের প্রবলভাবে ফিরিয়ে আনার পক্ষেই মত দেন তিনি। খবর যমুনা টিভির।
সোহান বলেন, ম্যাচে ভালোভাবে ফিরে আসতে চাইলে দ্বিতীয় ইনিংসে আমাদের ভালো ব্যাট করতেই হবে। ইতিবাচক ব্যাটিংয়ের মাধ্যমে টেস্ট ড্র করাই এখন আমাদের লক্ষ্য।
এর আগে শনিবারও বৃষ্টির কারণে শেষ বিকালে প্রায় ১৯ ওভারের মতো খেলা হয়নি। তৃতীয় দিনেও বৃষ্টি অব্যাহত থাকায় আম্পায়াররা এ সিদ্ধান্ত নেন।
তবে বৃষ্টির ক্ষতি পুষিয়ে নিতে আগামীকাল সোমবার চতুর্থ দিনের খেলা আধ-ঘণ্টা এগিয়ে সকাল সাড়ে ১০টায় শুরু হবে।
তৃতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ২৯ রান পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২৬০ রান। হেনরি নিকলস ৫৬ এবং টিম সাউদি ৪ রানে অপরাজিত রয়েছেন।
ক্রাইস্চার্চে টসে হেরে প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ২৮৯ রান করতে সমর্থ হয় বাংলাদেশ।
প্রথম টেস্টের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।