স্থানীয় সময় শুক্রবার রাতে উত্তরাঞ্চলীয় ভেরোনা শহরের কাছে একটি মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর এএফপির।
ফ্রান্সে শিক্ষা সফর শেষে বাসটিতে করে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে ১৪ থেকে ১৮ বছরের শিক্ষার্থীরা হাঙ্গেরিতে ফেরছিলেন।
এরমধ্যে স্থানীয় সময় রাত ১১টার দিকে মহাসড়কের একটি ব্রিজের খুঁটির সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এর পরপরই বাসটিতে দাউদাউ করে আগুন ধরে যায়।
খুঁটির সঙ্গে ধাক্কা লাগার সময় বাসটি থেকে ছিটকে পড়ে কয়কজন মারা যায়। তবে পুড়ে যাওয়া বাসের ভেতর থেকেই বেশিরভাগ নিহতের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।
হাঙ্গেরির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, বাসটিতে দুজন চালক এবং ৫৪ জন যাত্রী ছিল।
ইতালির সংবাদ সংস্থা অ্যাগি জানিয়েছে, হতাহতদের মধ্যে বাসটির চালক এবং তার পরিবারের সদস্যরাও রয়েছেন।
জরুরি উদ্ধারকাজে নিয়োজিতরা জানিয়েছেন, দুর্ঘটনায় ১৬জন ঘটনাস্থলেই নিহত হন। পরে প্রায় ৩৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
তবে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ১০জন বা আহতদের মধ্যে যাদের অবস্থা সঙ্কটাপন্ন তাদের চিকিৎসার জন্য ভেরোনা শহরের দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে যারা আগুনে পুড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে তাদের পুলিশ রাতর বেলা একটি হোটেলে নিয়ে থাকার ব্যবস্থা করে।
এদিকে ঘটনার ব্যাপারে ভেরোনা ট্রাফিক পুলিশের প্রধান গিরোলামো লাকোয়ানিতি টেলিভিশনে বলেছেন, এই দুর্ঘটনার সঙ্গে অন্য কোনো গাড়ির সম্পৃক্ততা নাই। বরং যান্ত্রিক ত্রুটি বা চালকের ঘুমিয়ে পড়ার মতো মানবিক ভুলের কারণে এ ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।