ইউক্রেনের আরও দুুটি গ্রাম রাশিয়ার দখলে

আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনে একের পর এক এলাকা নিয়ন্ত্রণ নিচ্ছে রাশিয়া। শুক্রবার (১১ অক্টোবর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ইউক্রেনের আরও দুটি গ্রামের দখল নিয়েছে তারা। গ্রাম দুটি কুরাখোভে শহরের পূর্বদিকে অবস্থিত। পূর্বাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রের অন্যতম সামরিক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হচ্ছে এই শহরটি।

আল অ্যারাবিয়ার খবরে বলা হয়েছে, রুশ বাহিনী কয়েক মাস ধরে পূর্ব ইউক্রেনে এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে মস্কোর সবচেয়ে বড় সাফল্য গত ১ অক্টোবর ইউক্রেনের কৌশলগত ভুহলেদার শহর দখল নেওয়া, যা আরও অগ্রগতির পথ খুলে দিয়েছে।

শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দখলকৃত গ্রামগুলোর জন্য রাশিয়ান নাম ব্যবহার করে বলেছে, ‘জেলানোয়ে ভিতোরয়ে এবং ওস্ত্রোভস্কয়েকে মুক্ত করা হয়েছে।’

রাশিয়া এর আগে গত সোমবার, পূর্ব ইউক্রেনের একই এলাকার জোলোটা নাইভা এবং জোরিয়ানে পারশে গ্রাম নিয়ন্ত্রণে নেওয়ার তথ্য জানিয়েছিল।

ইউক্রেন কর্তৃপক্ষ গ্রাম হারানোর বিষয়ে এখনো পর্যন্ত মুখ খুলেনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে বলেছেন, মস্কো ইউক্রেনের দনবাস অঞ্চল দখল করাকে অগ্রাধিকার দিচ্ছে। যার মধ্যে রয়েছে পূর্ব ইউক্রেনের লুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চল।

পূর্ববর্তী নিবন্ধপূজামণ্ডপে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস উপদেষ্টা নাহিদের
পরবর্তী নিবন্ধঅভিনেতা জামাল উদ্দিন হোসেন মারা গেছেন