ইইউ প্রতিনিধিদলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক বিকেলে

নিজস্ব প্রতিবেদক:

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে মঙ্গলবার বিকেলে বৈঠক করবে আওয়ামী লীগ। ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে এই কার্যালয়ে এক কর্মশালায় বৈঠকের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজ আমার রংপুর যাওয়ার কথা ছিল। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলের সঙ্গে বিকেলে এই কার্যালয়ে একটি বৈঠক হবে। সে কারণে নেত্রীকে বলে আমি রংপুর যাইনি।

পূর্ববর্তী নিবন্ধএবারের নির্বাচন কমিশন খুবই শক্তিশালী: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধবুয়েটের ভর্তি পরীক্ষা শুরু ২৪ ফেব্রুয়ারি