স্পোর্টস ডেস্ক :
স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর বাংলাদেশের স্বপ্নের পরিধিটা গেছে বেড়ে। এখন নিগার সুলতানা জ্যোতির দলের সামনের লক্ষ্য পরের রাউন্ডের। আজ ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে সে মেজাজটাই দেখাল বাংলাদেশ। টস হেরে বোলিংয়ে নেমে ৭ উইকেট তুলে ইংলিশদের বেধে রেখেছে ১১৮ রানে। জিততে হলে এখন দলের চাই ১১৯ রান।
ব্যাট করতে নেমে ইংলিশরা রান তুলছিল দ্রুত। দুই ওপেনার ওপেনার ড্যানি ওয়াট হজ ও মাইয়া বাউচিয়ার হাত ধরে পাওয়ারপ্লে শেষে ৪৭ রান তুলে ফেলে দলটা।
একটা সুযোগ অবশ্য এসেছিল বাংলাদেশের সামনে। মারুফা খাতুনের বলে ইংলিশ ওপেনার মাইয়া বাউচিয়া ক্যাচ তুলেছিলেন। কিন্তু রাবেয়া খানের হাতে ক্যাচটা জমেনি। প্রায়শ্চিত্তটা একটু পরই করে ফেলেন রাবেয়া। পাওয়ার প্লে’র পর নিজের প্রথম ওভারেই ক্যাচ মিসের দুঃখ ভোলেন তিনি। ফিরিয়ে দেন সেই মাইয়া বাউচিয়ারকে। ক্যাচটা নেন নাহিদা আক্তার। ১৮ বলে ২৩ রান করে ফিরেন ওপেনার বাউচিয়ার। ইংল্যান্ড তাদের প্রথম উইকেট হারায় দলীয় ৪৮ রানে।
একটা উইকেট পতন মানে আরেকটির পথ তৈরি করা। এরই ধারাবাহিকতায় ইংল্যান্ড চটজলদি আরেকটি উইকেট হারায়। ওয়ানডাউনে নামা ন্যাট স্কিভার-বার্নটকে ফেরান স্পিনার ফাহিমা খাতুন।
নিরাপদ ভঙ্গিতে পাওয়ার প্লে পার করার পর ইংল্যান্ড আক্রমণের তেজ বাড়ানোর পরিকল্পনা করছিল। ঠিক সেই সময়ে পাঁচ রানের মধ্যে দুটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশ লড়াইয়ে ফিরে আসে। তবু ইংলিশরা শুরুর ১০ ওভারে ২ উইকেটে তোলে ৬২ রান। বড় রানের ভিত হিসেবে যা যথেষ্ট।
তবে এরপরই বাংলাদেশ রীতিমতো চেপে ধরে ইংলিশদের। ইনিংস সর্বোচ্চ ৪১ রান করা ড্যানি ওয়াট হজকে ফিরিয়ে দিয়ে নাহিদা আক্তার বাংলাদেশ শিবিরে আনন্দ ছড়ান। তার আগে অধিনায়ক হিদার নাইটও সাজঘরের পথ ধরেন। ৭৬ রানে ৪ উইকেট হারিয়ে শিরোপা প্রত্যাশী ইংল্যান্ড পড়ে যায় বিপাকে।
সে বিপদ থেকে দলটা আর উদ্ধার পায়নি। মারুফা, নাহিদা, ফাহিমারা তা করতে দেননি ইংলিশদের। তাই তো শুরুর দুই ব্যাটার বাদে তিন অঙ্কের স্ট্রাইক রেটে দুই অঙ্ক ছুঁতে পারেননি আর কোনো ইংলিশ ব্যাটার।
এক পর্যায়ে তো ১১০ পর্যন্ত যেতে পারবে কি না ইংল্যান্ড, সে প্রশ্নও উঠে যাচ্ছিল। শেষ দিকে সোফি একলেস্টোনের ২ বলে ৮ রান ইংলিশদের রানটাকে নিয়ে যায় ১১৮তে।
৭ উইকেটে ১১৮ রান, ইনিংসের শুরুতে যদি কেউ বাংলাদেশকে বলত নাহিদা, ফাহিমা, রিতু মনিরা দুটো আর রাবেয়া খান নেবেন একটা করে উইকেট নিয়ে এত রানে ইংলিশদের রুখে দেবেন, তাহলে দলের যে কেউ তা খুশি মনেই মেনে নিতেন। তাই বোলিংয়ের কাজটা হয়ে গেছে ধরে নেওয়াই যায়, এবার পালা ব্যাটিংয়ের। নিগাররা তা পারবেন তো?