ইংল্যান্ড স্কোয়াডে পাকিস্তান বংশোদ্ভুত শোয়েব

স্পোর্টস ডেস্ক : অভিষেক হবে ইংল্যান্ড দলে। অথচ বাধা হয়ে দাঁড়ালো ভারত। কারণ, শোয়েব বশিরের ভিসা আটকে দিয়েছিল ভারত। ফলে হায়দরাবাদ টেস্টে সব কিছু ঠিক থাকলেও অভিষেক হয়নি শোয়েবের। যা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। বশিরকে না পাওয়ায় হয়তো গেম প্ল্যানই পরিবর্তন করে ফেলতে হয়েছে ইংল্যান্ডকে।

শোয়েবের জন্ম সারেতে। তার ব্রিটিশ পাসপোর্ট রয়েছে। কিন্তু ঝামেলাটা বেঁধেছে, বশির পাকিস্তানি বংশোদ্ভুত হওয়ায়। যে তার ভিসা নিয়ে একটু বেশিই সতর্ক অবস্থান নিতে চেয়েছে ভারত।

তবে সকল জটিলতাকে জয় করে অবশেষে ভিসা পেয়েছেন শোয়েব। ফলে ভারতের বিপক্ষে বিশাখাপত্তম টেস্টে ডাক পেয়েছেন শোয়েব। মাত্র ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেই জাতীয় দলে ডাক পাওয়া এই স্পিনার আছেন অভিষেকের অপেক্ষায়।

এদিকে হায়দরাবাদ টেস্টে ইনজুরিতে পড়েছেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার জ্যাক লিচ। মূলত, জ্যাকের পরিবর্তেই শোয়েবকে দলে ভিড়িয়েছে ইংল্যান্ড। তাছাড়া পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে দলের জন্য তেমন বড় অবদান রাখতে পারেননি জ্যাক। যে কারণে, শোয়েবকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা ইংল্যান্ড দলের জন্য অনেকটাই সহজ হয়ে গেছে।

গতকাল বুধবার ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বলেন, দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে সে (জ্যাক) ছিটকে গেছে। দুর্ভাগ্যবশত, সে হেমাটোমাতে (রক্তনালীর রোগ) ভুগতেছে।

শোয়েবের অভিষেকের দিনে ইংল্যান্ড দলে আসতে পারে আরেক পরিবর্তন। দলে ফিরেছেন পেসার জেমস অ্যান্ডারসন। মার্ক উডের পরিবর্তে তাকে দলে নিয়েছে ইংলিশরা। আগের ম্যাচে কোনো উইকেট পাননি উড। যে কারণে বিশাখাাপত্তম টেস্টে তাকে দলে নেয়নি বেন স্টোকসের দল।

পূর্ববর্তী নিবন্ধবিরতির পর শুক্রবার ফের মাঠে গড়াচ্ছে বিপিএল
পরবর্তী নিবন্ধফার্স্ট লুকে যেমন ৬ নায়িকা