স্পোর্টস ডেস্ক:
প্রথম দুই ওয়ানডেতে ভারতের বিপক্ষে লড়াইটাও করতে পারেনি ইংল্যান্ড। দুটিতেই ভারতীয়রা জিতেছে ৪ উইকেটে (যথাক্রমে ৬৮ ও ৩৩ বল হাতে রেখে)। আজ বুধবার ইংলিশদের ধবলধোলাইয়ের মিশনে মাঠে নেমেছে ভারত।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জেতেনি ভারত। সিদ্ধান্ত নেওয়ার অধিকার পেয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। টস জিতে ফিল্ডিং নিয়েছেন তিনি। অর্থাৎ আগে ব্যাট করতে ভারত।
আগে ফিল্ডিং নেওয়ার বিষয়ে বাটলার বলেন, আমরা প্রথম বোলিং করতে যাচ্ছি। এটাকে (পিচ) সামান্য স্পিন মনে হচ্ছে। প্রথম দুই ম্যাচে আমরা প্রথমে ব্যাট করেছি তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আজ ভিন্ন অভিজ্ঞতা হবে। এটি শালীন উইকেট, আমরা কয়েক বছর আগে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলাম। কালো মাটির পিচ ছিল এবং এটি দ্বিতীয়ার্ধে আরও ভালো আচরণ করেছে। আমাদের (দলে) এক পরিবর্তন এসেছে- টম ব্যান্টন দলে এসেছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে এই ম্যাচই দুই দলের শেষ প্রস্তুতি। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে মিনিবিশ্বকাপখ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।