আসিফ আলি জারদারিকে বিদেশ সফরে নিষেধাজ্ঞা

পপুলার২৪নিউজ ডেস্ক :

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি প্রায় সাড়ে ৩ হাজার কোটি রুপি অবৈধ লেনদেনের অভিযোগে জড়িত রয়েছেন। এ কেলেঙ্কারিতে জড়িত রয়েছেন জারদারির বোন ফারয়াল তালপুরসহ ৬ জন।

এ কারণে তাদের বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। প্রায় ৩৫০০ কোটি রুপি লেনদেনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাকিস্তানের তিনটি ব্যাংকের প্রধানকে দেশ ছাড়তে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দেশটির আদালত রোববার এ নিষেধাজ্ঞা প্রদান করেন।

আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব অর্থ পাচার করা হয়েছে বলে সংশয় আছে। এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তরা দেশ ছাড়তে পারবেন না।

ধারণা করা হচ্ছে, এ সন্দেহজনক লেনদেন থেকে সুবিধা পেয়েছেন জারদারি। তাই আইনি লড়াইয়ের ফাঁদে আটকে যেতে পারেন তিনি। ডন জানায়, বিচারপতি মিয়া সাকিব নিসারের নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ ওই রায় দিয়েছেন।

রায়ে সামিট ব্যায়ক, সিন্ধু ব্যাংক ও ইউনাইটেড ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্টদেরকে তলব করা হয়েছে। ২০১৫ সাল থেকে সন্দেহভাজন এসব লেনদেনের বিষয়ে তদন্ত শুরু হয়েছে এফআইএ’র প্রধান আদালতে।

পূর্ববর্তী নিবন্ধথাই কিশোরদের শ্বাসরুদ্ধকর গুহাবাস নিয়ে হলিউড চলচ্চিত্র!
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন স্থগিত