পপুলার২৪নিউজ ডেস্ক:
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বেসামরিক মানুষের বিরুদ্ধে সন্ত্রাস করার অভিযোগে মামলা করেছেন এক সিরীয় নারী।
ওই নারীর পক্ষে একদল আন্তর্জাতিক আইনজীবী স্পেনের জাতীয় আদালতে এ মামলা করেন।
আইনজীবীদের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মামলার বাদী সিরীয় বংশোদ্ভূত ওই নারী দেশ ছেড়ে স্পেনে চলে আসেন। পরে তিনি দেশটির নাগরিকত্ব পান।
তার ভাইকে আসাদ সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা বেআইনিভাবে গ্রেফতার করে নির্যাতনের পর মৃত্যুদণ্ড দেয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসাদ সরকারের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা এবং নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে বেসামরিক মানুষকে নিপীড়ন এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড করার অভিযোগ আনা হয়।