পপুলার২৪নিউজ ডেস্ক:
ব্ল্যাকবেরি ব্র্যান্ডের স্মার্টফোন তৈরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে লাইসেন্স বিক্রি করেছে কানাডার প্রতিষ্ঠানটি। চীনের টিসিএল ইতিমধ্যে ব্ল্যাকবেরি ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি করছে। এবারে আরও কয়েকটি প্রতিষ্ঠানের কাছে স্মার্টফোন, ট্যাবলেট, পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য ও গেরস্থালি পণ্যের জন্য লাইসেন্স বিক্রি করবে প্রতিষ্ঠানটি। অর্থাৎ, বিভিন্ন পণ্যে ব্ল্যাকবেরি ব্র্যান্ড নামটি ব্যবহৃত হবে।
এক সময়ের জনপ্রিয় স্মার্টফোন ও সফটওয়্যার নির্মাতা হিসেবে পরিচিত ব্ল্যাকবেরি।
প্রযুক্তি বিশ্বে এক সময়ের জনপ্রিয় এ প্রতিষ্ঠানটি অ্যাপল-স্যামসাংয়ের সঙ্গে না পেরে হার্ডওয়্যার তৈরি থেকে দূরে সরে গেছে। এরপর সফটওয়্যার সেবাদাতা হিসেবে নিজের ব্র্যান্ড নামের লাইসেন্স বিক্রি শুরু করেছে প্রতিষ্ঠানটি। তবে শুরুতে বাজার বিশ্লেষকেরা বিষয়টিকে ভালোভাবে নেননি। তবে এ বছর পূর্বাভাসের চেয়ে বেশি মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। গত বছরের ডিসেম্বর মাসে টিসিএল কর্তৃপক্ষ ব্ল্যাকবেরি ফোনের উৎপাদন ও বিপণনের দায়িত্ব দেয়।
সম্প্রতি ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী জন চেন বলেছেন, আমাদের লাইসেন্স কর্মসূচির দ্বিতীয় ধাপে যাচ্ছি। এবারে পরিকল্পনা আরও বিস্তৃত। এবারে ব্ল্যাকবেরি ট্যাবলেটসহ আইওটি পণ্যে ব্ল্যাকবেরির নাম দেখা যাবে। এসব পণ্যে ব্ল্যাকবেরি সফটওয়্যার ও নিরাপত্তা সেবা থাকবে। এ ছাড়া চিকিৎসা যন্ত্রপাতির ক্ষেত্রেও ব্ল্যাকবেরি নামটি দেখা যেতে পারে। তথ্যসূত্র: এনগ্যাজেট।