আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর ৩৮ জন কর্মকর্তাকে শুদ্ধাচার পুরস্কার প্রদান

পপুলার২৪নিউজ ডেস্ক:

শুদ্ধাচার চর্চার জন্য প্রণোদনা হিসেবে ৩৮জন নির্বাহী-কর্মকর্তাকে প্রশংসাসূচক পুরস্কার প্রদান করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ২ জুলাই ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পরিচালক পর্ষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাহী-কর্মকর্তাদের ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক বদিউর রহমান, আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা এবং আলহাজ্জ ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উল্লেখ্য, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যক্তি পর্যায়ে কর্তব্যনিষ্ঠা ও শুদ্ধাচার পরিপালনের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া এ কার্যক্রমের আওতায় ইতিপূর্বে বিভিন্ন সময়ে শাখাব্যবস্থাপক ও কর্মকর্তাদের নৈতিকতা ও কর্মদক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিদেশে প্রশিক্ষণ ও বিভিন্ন প্রণোদনামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধষোড়শ সংশোধনী নিয়ে আপিলের রায় সোমবার
পরবর্তী নিবন্ধবিজেপি নেতাকে পিটিয়ে বদলি পুলিশ কর্মকর্তা