পপুলার২৪নিউজ ডেস্ক:
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর সঙ্গে করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে ফরাজী হাসপাতাল। ২ মে বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চুক্তির ফলে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ এবং গ্রাহকরা ফরাজী হাসপাতালে সেবা নেয়ার ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম এবং ফরাজী হাসপাতালের চেয়ারম্যান ডাঃ আনোয়ার ফরাজী ইমন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুবায়ের ওয়াফা, শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব মোঃ মাহমুদুর রহমান, কাজী মাহমুদ করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লা, ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, ডা. মোঃ শরিফুল হকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা।
চুক্তির আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতালের সব পরীক্ষা-নিরীক্ষা, সিট ভাড়া, জরুরি সেবা, অ্যাম্বুলেন্স সার্ভিস, ডেন্টাল সেবা এবং সব প্রকার ওষুধ ক্রয়ে করপোরেট ছাড়ের সুবিধা পাবেন।