আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড শীর্ষক প্রশিক্ষণ কোর্স শুরু

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড’ শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ১১ নভেম্বর, ২০১৮ রবিবার শুরু হয়। উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন। এসময় ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ আব্দুর রহীম দুয়ারি, ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, অ্যাসিস্টান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ মুজিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার বৈদেশিক বাণিজ্য বিভাগের কর্মকর্তারা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব আলোচনা করে সকলকে এ বিষয়ে আরও গভীর জ্ঞান অর্জনের নির্দেশ দেন। তিনি বলেন, বৈদেশিক বাণিজ্যের লেনদেনগুলো ব্যাংকের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। এখানে বিন্দুমাত্র ভুলের সুযোগ নেই। উপব্যবস্থাপনা পরিচালক কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের পাশাপাশি সহকর্মীদের মধ্যে ছড়িয়ে দেয়ার উপদেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ট্রেনিং অফ ট্রেনারস শীর্ষক প্রশিক্ষণ কোর্স শুরু
পরবর্তী নিবন্ধভোট পেছালে আপত্তি করবে না আওয়ামী লীগ : কাদের