আল আকসায় ফের সংঘর্ষে নিহত ২

পপুলার২৪নিউজ ডেস্ক:
আল আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরাইলি নিরাপত্তা বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে সংঘর্ষ হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর গাজা, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।

গত বৃহস্পতিবার আল আকসা প্রবেশ পথ থেকে ইসরাইল মেটাল ডিটেক্টরসহ সব ধরনের নজরদারি ও নিরাপত্তা উপকরণ সরিয়ে নেয়ার পর বয়কটের ডাক উঠিয়ে নিয়ে ফিলিস্তিনিরা আবার মসজিদে ফিরতে শুরু করে।

বিবিসি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হাজার হাজার ফিলিস্তিনি মসজিদে জড়ো হয়। এর কিছুক্ষণ পরেই নিরাপত্তা বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে শতাধিক ফিলিস্তিনি আহত হয়।

শুক্রবার জুমার নামাজের আগে মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকলে আবারও সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। জুমার নামাজের পর আবার বিশৃঙ্খলা ও বিক্ষোভ অনুষ্ঠিত হতে পারে এই আশঙ্কায় শুধু ৫০ বছরের বেশি বয়সি পুরুষ ও সব বয়সের নারীদের মসজিদে প্রবেশের অনুমতি দেয় ইসরাইলি পুলিশ।

ফলে হাজার হাজার ফিলিস্তিনি রাস্তায় নামাজ আদায় করতে বাধ্য হয়। নামাজ শেষে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নাবলুস, হেবরন, রামাল্লা ও বেথেলহেমের বাইরে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়।

পূর্ববর্তী নিবন্ধসাব সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন আর নেই
পরবর্তী নিবন্ধচরফ্যাশনে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪