আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি-ডি মারিয়া

পপুলার২৪নিউজ ডেস্ক:

অবশেষে আর্জেন্টিনা দলে ফিরলেন লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া। চলতি মাসের শেষদিকে হতে যাওয়া ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ৩১ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। এ স্কোয়াডে রয়েছেন মেসি-মারিয়া।

মেসির মতো বিশ্বকাপের পর দেশের হয়ে কোনো ম্যাচ খেলেননি ডি মারিয়া। তাকেও ফেরানো হয়েছে দলে। তবে বৃহস্পতিবার ঘোষিত দলে আগের মতোই জায়গা হয়নি দুই ফ্রন্টম্যান সার্জিও আগুয়েরো ও গঞ্জালো হিগুয়েইনের। ডাক পাননি তরুণ গোলমেশিন মাউরো ইকার্দি। চোটের কারণে বাইরে রইলেন তিনি। দলে রয়েছেন মেসির বিকল্প ফরোয়ার্ড পাওলো দিবালা।

আসছে ২২ মার্চ অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটানোতে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর ৪ দিন পর মরক্কোর বিপক্ষে মাঠে নামবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্বাভাবিকভাবেই ফের মাঠ মাতাতে দেখা যাবে মেসি-মারিয়াকে। তাদের দলে ফেরানোর নেপথ্য কারণ কোপা আমেরিকা।

আগামী জুন-জুলাইয়ে ব্রাজিলে বসবে কোপা আমেরিকার ২০১৯ আসর। চিরপ্রতিদ্বন্দ্বীদের ঘর শিরোপা আনতে মরিয়া আর্জেন্টিনা। তাতে তরুপের তাস মেসি। রাশিয়ায় খুব একটা সুবিধা করে না উঠতে পারলেও বরাবরের মতো চলতি মৌসুমেও বার্সেলোনার হয়ে ফর্মের মগডালে আছেন তিনি। হালের মহাতারকা এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৩১ গোল।

আর্জেন্টিনা স্কোয়াড:

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, আগুস্তিন মার্চেসিন, হুয়ান মুসো, এস্তেবান আন্দ্রাদা।

ডিফেন্ডার: হের্মান পেস্সেইয়া, গাব্রিয়েল মার্কাদো, হুয়ান ফেথ, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, ওয়াল্টার কান্নেমান, মার্কোস আকুনা, গঞ্জালো মন্তিয়েল, রেনসো সারাভিয়া, লিসান্দ্রো মার্তিনেজ।

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, মানুয়েল লানচিনি, রবের্তো পেরেইরা, অ্যাঞ্জেল ডি মারিয়া, মাতিয়াস জারাকো, আইভান মার্কোনে, দোমিঙ্গো ব্লাঙ্কো, রদ্রিগো দে পল।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, অ্যাঞ্জেল কোররেয়া, পাওলো দিবালা, দারিও বেনেদেত্তো, লাউতারো মার্তিনেজ, মাতিয়াস সুয়ারেজ, গঞ্জালো মার্তিনেজ।

পূর্ববর্তী নিবন্ধবাগেরহাটে দাঁড়ানো ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২
পরবর্তী নিবন্ধবৃষ্টিতে ভেসে গেল ওয়েলিংটন টেস্টের প্রথম দিন