আরও একবছর চিনি রপ্তানিতে সীমা বেঁধে দিলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ভারত তাদের চিনি রপ্তানিতে বিধিনিষেধের মেয়াদ আরও এক বছরের জন্য বাড়িয়েছে। অর্থাৎ ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত চিনি রপ্তানিতে বিধিনিষেধ বলবৎ রাখবে দেশটি।

শুক্রবার ভারত সরকার বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর এ ঘোষণা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

দেশে চিনির মূল্যবৃদ্ধি ঠেকাতে চলতি বছরের মে মাসে চিনি রপ্তানিতে বিধিনিষেধ জারি করে ভারত সরকার। তখন বলা হয়েছিল এ বছরের অক্টোবর পর্যন্ত বড়জোর এক কোটি টন চিনি রপ্তানি করা হবে এবং রপ্তানির আগে ব্যবসায়ীদের সরকারের কাছে থেকে অনুমতি নিতে হবে। ওই ঘোষণার সাথে সাথেই আন্তর্জাতিক বাজারে চিনির দাম এক শতাংশ বেড়ে যায়।

চলতি মাসেই ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এ বছর দেশটিতে রেকর্ড পরিমাণ চিনি উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।

ভারত বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ এবং দ্বিতীয় বৃহত্তম চিনি রপ্তানিকারক দেশ। ভারতের চেয়ে বেশি চিনি রপ্তানি করা একমাত্র দেশ ব্রাজিল।

ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বের খাদ্যের বাজারে সঙ্কট চলছে বেশ কিছু দিন ধরে। তারই মধ্যে খাদ্য রপ্তানিতে এমন ঘোষণা এসেছে।

শুধু ভারতই নয়, যুদ্ধ শুরুর পর নিজের অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে রাখার চিন্তায় আরও অনেক দেশই বেশ কিছু পণ্য রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে; যার প্রভাব পড়ে বিশ্ববাজারে। যেমন ভারত চিনি ছাড়াও গম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে, মালয়েশিয়া মুরগি এং মুরগির মাংসের রপ্তানি কমিয়ে দেওয়ার ঘোষণা দেয়, ইন্দোনেশিয়া পাম অয়েল রপ্তানি বন্ধ করে দেয়।

পূর্ববর্তী নিবন্ধ৩১ অক্টোবর থেকে সিলেটে পণ্যবাহী পরিবহন ধর্মঘট
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন-পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৪১