পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি কাজী শাহেদকে আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ১২টার দিকে নগরীর অলোকার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর রাতেই কাজেম আলী বাবুসহ অজ্ঞাত আরও একজনের নামে থানায় মামলা দায়ের করেন কাজী শাহেদ।
বোয়ালিয়া থানার পুলিশ এ ঘটনায় এসএম কাজেম আলী বাবু (৪৮) নামে একজনকে গ্রেফতার করেছে। তিনি নগরীর আমবাগান এলাকার এসএম আব্দুল কাদেরের ছেলে।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ।
তিনি বলেন, রাতেই নগরীতে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামী কাজেম আলীকে গ্রেফতার করা হয়েছে। দুপুরের দিকে তাকে আদালতে নেয়া হবে। মামলার অজ্ঞাতনামা অপর আসামীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
আরইউজে সভাপতি কাজী শাহেদ জানান, রাত ১২টার দিকে এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলে করে নগরীর অলোকার মোড় থেকে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন থেকে পিস্তল হাতে তাকে হত্যার উদ্দেশে ধাওয়া করেন এসএম কাজেম আলীসহ দু’জন।
বিষয়টি টের পেয়ে শাহেদ তার বাড়ির কাছে গিয়ে নগর পুলিশ কর্মকর্তাদের অবহিত করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে কাজেম আলীকে আটক করে। তবে তার সহযোগী অজ্ঞাত ওই ব্যক্তি পালিয়ে যান।
এদিকে এ ঘটনার প্রতিবাদে সোমবার বেলা ১২টায় সাহেব বাজার জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।
মানববন্ধনে অংশ নিতে সাংবাদিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আরইউজে।