আমেরিকাকে পুনর্জাগরণে ট্রাম্পের অঙ্গিকার

পপুলার২৪নিউজ ডেস্ক:
কংগ্রেসে দেয়া প্রথম ভাষণে আমেরিকান স্বত্ত্বাকে পুনর্জাগরণ করবেন বলে অঙ্গিকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার রাতে তিনি প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসে প্রথমবারের মতো ভাষণ দেন।

তিনি ইহুদি সমাধিক্ষেত্রে হামরা ও কানসাসে এক ভারতীয়কে হত্যার নিন্দা ও শোক জানান।

তিনি মেক্সিকো সীমান্তে শিগগিরই দেয়াল নির্মাণ শুরু করবেন বলে কংগ্রেসকে জানান।

ইয়েমেনে নিহত মার্কিন নৌবাহিনীর স্পেশাল অপারেটর উইলিয়ামস রায়ানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ট্রাম্প বলেন, তিনি মারা গেলেও আমাদের মাঝে বেঁচে আছেন।

আমেরিকানদের নিরাপদ করতে তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন বলে উল্লেখ করেন ট্রাম্প।

তার প্রসঙ্গে কথা বলার সময় ট্রাম্পের চোখে পানি দেখা যায়।

এসময় তিনি ইসলামী উগ্রপন্থার বিরুদ্ধে তার লড়াই চলবে বলেও জানিয়ে দেন।

দায়িত্ব নেয়ার পরেই সাত মুসলিম দেশের নাগরিকদের আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা, ওবামা কেয়ার বাতিল, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণসহ বেশ কিছু সমালোচিত পদক্ষেপ নেন।

তথ্যসূত্র: বিবিসি, সিএনএন, আল জাজিরা।

পূর্ববর্তী নিবন্ধটঙ্গীতে ব্যাপক পিকেটিং, শ্রমিক-যাত্রী সংঘর্ষ
পরবর্তী নিবন্ধগাবতলী সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে: পুলিশ