পপুলার২৪নিউজ ডেস্ক:
পাকিস্তানে আটকে থাকা ভারতীয় মেয়ে উজমা ফিরে এসেছে তার বাড়িতে। এবার ভারতীয় এক পরিবার জানিয়েছে তাদের মেয়ে নয় বছর ধরে পাকিস্তানে আটকে আছে। মেয়েকে ফিরে পাওয়ার জন্য আর্জি জানালেন ভারতের হায়দরাবাদের এক দম্পতি। নয় বছর ধরে পাকিস্তানে আটকে রয়েছে তাঁদের মেয়ে মহম্মদি বেগম। মেয়েকে অবিলম্বে উজমার মতো ফিরে পেতে চান তাঁরা।
মহম্মদীকে ফিরিয়ে আনতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সাহায্য চেয়েছেন তাঁরা। ওই দম্পতি লিখেছেন, ‘আমাদের মেয়ে পাকিস্তানে আটকে আছে। আমরা বছরের পর বছর অপেক্ষা করে রয়েছি। সরকারের চেষ্টায় উজমা ভারতে ফিরে এসেছে। আমরা চাই আমাদের মেয়েও ফিরে আসুক। এবছরের রমজান মেয়ের সঙ্গেই পালন লরতে চাই আমরা। ’ তাঁরা আরও জানিয়েছেন, পাকিস্তানে স্বামীর হাতে অত্যাচারিত হয় তাঁদের মেয়ে। সেখানে তাঁর সঙ্গে চাকরের মত ব্যবহার করা হয়।
জানা গিয়েছে, ওমানে কাজ করার সময় ভুল বুঝিয়ে মহম্মদীকে বিয়ে করে মহম্মদ ইউনুস নামে পাকিস্তানের এক ব্যক্তি। সৌদি আরবের বদলে ভুল বুঝিয়ে পাকিস্তানে নিয়ে যাওয়া হয় তাদের মেয়েকে।