পপুলারার২৪নিউজ ডেস্ক: ইসরাইল থেকে আফ্রিকান অভিবাসীদের বের হয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তাদের আটক করে জেল-হাজতে আটক রাখার হুমকি দিয়েছে ইহুদিবাদী রাষ্ট্রটির প্রশাসন। খবর বিবিসির।
এ ব্যপারে একটি প্রজ্ঞাপণ জারি করেছে ইসরাইল। এতে বলা হয়েছে, আগামী তিন মাসের মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের ইসরাইল ত্যাগ করে স্বদেশে অথবা তৃতীয় কোন দেশে চলে যেতে হবে।
এ জন্য তাদেরকে মাথাপিছু সাড়ে তিন হাজার ডলার করে দেয়া হবে। কিন্তু এ সময়ের মধ্যে ইসরাইল না ছাড়লে আগামী এপ্রিল থেকে গ্রেফতার করে জেলখানায় আটক রাখা হবে।
জাতিসংঘ ইসরাইলের এ সিদ্ধান্তকে অসাংবিধানিক ও আন্তর্জাতিক এবং দেশটির আইন পরিপন্থী বলে অভিহিত করেছে।