আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১৩ জঙ্গি নিহত

পপুলার২৪নিউজ ডেস্ক:
আফগানিস্তানে জঙ্গি দমনে নতুন করে বড় আকারের অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। কয়েকটি প্রদেশে নিরাপত্তা বাহিনীর নতুন অভিযানে অন্তত ১১৩ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিশাল আকারের এ অভিযানে কমপক্ষে ৫০ জন আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছে। অভিযান পরিচালনা করা হচ্ছে দেশটির ৩৪টি প্রভিন্সের মধ্যে কমপক্ষে ১৭টিতে।

শুক্রবার আফগান সরকারের জানায়, আফগান জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনী গত ২৪ ঘণ্টায় আলাদা আলাদাভাবে কয়েকটি প্রদেশে জঙ্গি নির্মূল অভিযান চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী এ অভিযানের সময় জঙ্গিদের অস্ত্রও দখল করেছে এবং রাস্তার ধারে পেতে রাখা বোমা নিষ্ক্রিয় করেছে।

গত দু’বছরে আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী চলে যাওয়ার পর থেকে দেশটিতে তালেবান জঙ্গিদের বাড়তে থাকা হামলা ঠেকাতে আফগান নিরাপত্তা বাহিনী আপ্রাণ লড়াই করে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের সৌদি সফরে মুসলিম বিশ্বের প্রত্যাশা
পরবর্তী নিবন্ধছাতকে সংঘর্ষে নিহত আবু সাঈদের দাফন সম্পন্ন