অনলাইন ডেস্ক : আফগানিস্তানের লোগার প্রদেশে শক্তিশালী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে এ হামলায় আহত হয়েছেন আরও ২১ জন। আজ শুক্রবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগেই এই হামলা চালানো হয়।
বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে আফগানিস্তানে তিন দিনের যুদ্ধ বিরতি ঘোষণা করেছে তালেবান ও সরকারিবাহিনী। আজ থেকেই এই যুদ্ধ বিরতি কার্যকর করা হয়েছে।
হামলার বিষয়ে লোগার প্রদেশের সরকারের মুখপাত্র দেদার লাওয়াং জানান, একটি সরকারি অফিসের কাছে হামলাটি চালানো হয়। ঈদের আগের দিন হওয়ায় অনেক মানুষ কেনাকেটার জন্য সেখানে ছিলেন।
আফগানিস্তান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, ‘সন্ত্রাসীরা আবারও হামলা চালিয়েছে এবং এই হামলায় আমাদের বেশ কিছু নাগরিক প্রাণ হারিয়েছেন।’
এদিকে, এই হামলার দায় অস্বীকার করেছে তালেবানরা। তবে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস’র পক্ষ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি।