আপন জুয়েলার্সের তিন মালিক কারাগারে

পপুলার২৪নিউজ ডেস্ক :

আপন জুয়েলার্সের তিন মালিক দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করেন তিন মালিক।

এরপর তারা জামিনের আবেদন করলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।দিলদার হোসেন গুলশান থানার দুটি ও রমনা থানার একটি মামলায় আদালতে হাজির হন। তাঁর অপর দুই ভাই ধানমন্ডি ও উত্তরা থানার দুটি মামলায় আদালতে আত্মসমর্পণ করেন।

রাজধানীর বনানী এলাকার দ্য রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় আপন জুয়েলার্সের নাম আলোচিত হয়ে ওঠে। ওই ঘটনায় করা মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদসহ পাঁচজনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন নাঈম আশরাফ, সাদমান সাকিফ, শাফাতের গাড়িচালক বিল্লাল ও তাঁর দেহরক্ষী আবুল কালাম আজাদ।

চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরার সামগ্রী এনে বিদেশে অর্থপাচারের অভিযোগে দায়ের করা পাঁচটি মামলার তিনটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় আপন জুয়েলার্সের তিন মালিককে।

পূর্ববর্তী নিবন্ধবিয়ে করবেন তিশা, তবে…
পরবর্তী নিবন্ধড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে ১৫ মামলা