আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ অনুষ্ঠানে ৫ জয়িতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। অনুষ্ঠিত আলোচনাসভায় উপজেলা মহিলা বিষয়ক অফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আক্তার হোসেন, মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পান্নু, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য সরদার মজিবুর রহমান । অনুষ্ঠান সঞ্চালনা করেন মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হায়দার হোসেন।
এসময় অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী চায়না বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোসা: রুমি, সমাজ উন্নয়নে অবদান রাখায় নাজমা বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী রানু বেগম, সফল জননী নারী ঝর্ণা মল্লিককে জয়িতা সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে ২০১৮-২০১৯ অর্থবছরের “ ৪০ স্বেচ্ছাসেবী মহিলা সমিতির” মাঝে ৬ লাখ চল্লিশ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন আম্বালা ফাউন্ডেশন অংশগ্রহন করে।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন
পরবর্তী নিবন্ধসাউথ বাংলা ব্যাংকের পলাশবাড়ী শাখা উদ্বোধন