আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মিতালি রাজ

স্পোর্টস ডেস্ক : এসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, আজ বুধবার এক টুইট বার্তায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই ভারতীয় তারকা।

ভারতের নারী দলের জার্তিতে তিন ফরম্যাটেই খেলছিলেন মিতালি। সবশেষ খেলেছেন নারী বিশ্বকাপের মঞ্চে, গত ২৭ মার্চ। বিশ্বকাপের পরপরই মূলত তাঁর অবসর নিয়ে গুঞ্জন ওঠে। অবশেষে সেটাই সত্যি হলো। নিজেই বিদায়ের খবর জানিয়ে দিলেন মিতালি।

অবসরের ঘোষণা দিয়ে মিতালি বলেছেন, ‘বছরের পর বছর ধরে আপনারা ভালোবেসেছেন এবং সমর্থন করেছেন। এর জন্য সবাইকে ধন্যবাদ! আপনাদের আশীর্বাদ এবং সমর্থনে আমি নিজের দ্বিতীয় ইনিংস শুরুর জন্য অপেক্ষা করছি।’

এরপর বিবৃতিতে ভারতীয় তারকা বলেন, ‘ছোটবেলাতেই একটা লক্ষ্য স্থির করে নিয়েছিলাম যে, ভারতের নীল জার্সি পরব। দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে সবচেয়ে সম্মানের। যাত্রাপথে বেশিরভাগ সময়টাই ভাল ছিল। খুব কম সময়েই খারাপ অভিজ্ঞতা হয়েছে। প্রত্যেকটা অভিজ্ঞতাই আমার কাছে আলাদা ছিল। গত ২৩ বছর আমার জীবনে সবচেয়ে সুন্দর,পরিপূর্ণ এবং উপভোগ্য বছর ছিল। সব যাত্রাই এক দিন শেষ হয়। আজ সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’

বিদায়ের দিনে মিতালি জানিয়ে গেলেন ভারতের নারী ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল। নিজের বিবৃতিতে মিতালি বলেন, ‘ আমি যত বারই মাঠে ঢুকেছি, ভারতকে জেতানোর জন্য নিজের সেরাটা দিয়েছি। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর আমার যে অভিজ্ঞতা হয়েছে, তা সারাজীবন মনে রাখব। মনে হয়, এখন ক্রিকেটজীবন শেষ করার সেরা সময়। আমাদের দল কিছু তরুণ, প্রতিভাবান ক্রিকেটারদের হাতে সুরক্ষিত রয়েছে। মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল।’

নারীদের ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী মিতালি রান। তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ২৩২টি ওয়ানডে ম্যাচে ৭ হাজার ৮০৫ রান করেছেন। তাঁর গড় ৫০.৬৮। এ ছাড়া নারীদের টি-টোয়েন্টিতে ৮৯টি ম্যাচ খেলে ২৩৬৪ রান করেছেন তিনি। ভারতের জার্সিতে লম্বা সময় খেলেছেন তিনি। দীর্ঘ ২৩ বছর দেশকে সার্ভিস দিয়ে অবশেষে বিদায় বললেন মিতালি রাজ।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ দিনে বিজয়ের সিনেমার আয় ২০০ কোটি
পরবর্তী নিবন্ধরিকুইজিশন করা গাড়ি সাতদিনের বেশি রাখা যাবে না: হাইকোর্ট