আনন্দ-উচ্ছ্বাসে সময়টাকে বেশ উপভোগ করছেন মিমি

পপুলার২৪নিউজ ডেস্ক:

নতুন বছরের আগেই দুবাইয়ে পাড়ি জমিয়েছেন পশ্চিমবঙ্গের নন্দিত নায়িকা মিমি বক্রবর্তী। শুটিং আর রাজনীতির ব্যস্ততা থেকে নিজের জন্য বের করে নিয়েছেন খানিক সময়।

দুবাইয়ের বালিয়াড়ি দেখে তার উচ্ছ্বাসের ভিডিও শেয়ার করেছেন মিমি। তাতে দেখা যাচ্ছে, গাড়িতে করে মরুভূমিতে ঘুরছেন তিনি। সামনে সারি সারি বালিয়াড়ি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আর তা দেখে আবেগতাড়িত হয়ে পড়ছেন তিনি।

মরুভূমিতে গাড়ি থামতেই নেমে পড়লেন। তার পর জুতা খুলে খালি পায়েই হাঁটতে শুরু করলেন মিমি। ঠাণ্ডা বালি। তাই অসুবিধা তো হচ্ছিলই না। বরং ‘বেশ ভালোই লাগছে’ ভিডিওতে এমনও বলতে শোনা যায় মিমিকে।

বলা যায়, মিমির আনন্দ যেনো থামছেই না। নেচে-গেয়ে বাঁচার যে আনন্দ, সেটাই যেনো উপভোগ করছেন নায়িকা। কারণ, যতই তিনি এই বালিয়াড়ি দেখেন, ততই তা ধরা দেয় নতুন রূপে।  আর এই বদলে যাওয়া বিশালতাকেই দেখে দেখে আশা মেটে না তার। সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন মিমি।

পূর্ববর্তী নিবন্ধকরোনার টিকা নিলেন অভিনেত্রী নওশীন
পরবর্তী নিবন্ধবিলাসবহুল ফ্ল্যাট কিনে আলোচনায় জাহ্নবী