পপুলার২৪নিউজ ডেস্ক : ১৪ কোম্পানির পাস্তুরিত দুধ বাজার থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, সুপারশপ আড়ং পাস্তুরিত দুধ সরিয়ে ফেললেও কয়েকটি শোরুমে দেখা গেছে। এছাড়া অনেক দোকানে পাস্তুরিত দুধ বিক্রি করতে দেখা গেছে।
রাজধানীর সাইন্সল্যাবরেটরি এলাকার আড়ং এর শোরুমে পাস্তুরিত প্যাকেটজাত দুধ দেখা যায়নি। এব্যাপারে আড়ং এর এ শোরুমের ম্যানেজার নয়ন বড়–য়া বলেন, আদালতের ঘোষনার পর পরই অফিসিয়ালিভাবে পাস্তুরিত দুধ বিক্রি বন্ধ রাখা হয়। কয়েক ঘন্টার ব্যবধানে আমাদের সকল শোরুমের পাস্তুরিত দুধ সরিয়ে ফেলা হয়েছে।
অন্যদিকে পান্থপথের সুপারশপ স্বপ্ন এর শোরুমে পাস্তুরিত দুধ বিক্রি করতে দেখা যায়। এ শোরুমের ম্যানেজার বলেন, আমরা হাইকোর্টেও নির্দেশ জানতাম না। তাই বিক্রি করেছি। এখন আমাদের কোম্পানীর উপরে নির্দেশ অনুযায়ী কাজ করবো। তবে আমরা এখনো বিক্রি না করার নির্দেশ পায়নি। নির্দেশ পাওয়ার সাথে সাথে বিক্রি বন্ধ করবো এবং সরিয়ে ফেলবো।
এ ব্যাপারে পান্থপথের আনন্দ বাজার সুপারশপের বিক্রিয়কর্মী মনির বলেন, হাইকোর্টের নির্দেশ আমাদের জানা ছিলো না। এখন জানতে পারলাম। আমরা আর বিক্রি করবো না।
পান্থপথের ভাই ভাই দোকানের মালিক মিজানুর বলেন, আদালতের এ নির্দেশনা আমি জানি না। আপনার মাধ্যমে জানলাম। কিন্তু সকালে দুধ রাখছি। এখন আর বিক্রি করবো না। আজ সকালে দুধ কোম্পানীকে ফিরত দিবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গতকাল মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকায় বিএসটিআইয়ের লাইসেন্সধারী ১৪ কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিক্রি পাঁচ সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
লাইসেন্সধারী সব ব্র্যান্ডের পাস্তুরিত দুধে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান আছে কি-না সে বিষয়ে চারটি প্রতিষ্ঠানের ল্যাবের পরীক্ষা প্রতিবেদন নিয়ে শুনানি শেষে গতকাল এ আদেশ দেয় আদালত। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মিল্ক ভিটা, ডেইরি ফ্রেশ, ইগলু, ফার্ম ফ্রেশ, আফতাব মিল্ক, আলট্রা মিল্ক, আড়ং ডেইরি, প্রাণ মিল্ক, আইরান, পিউর, সেইফ মিল্ক।
আইনজীবী এম আর হাসান বলেন, ‘আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড নিয়ে বিএসটিআই পাস্তুরিত দুধ পরীক্ষা করে থাকে। তবে দুধে কোনও ধরনের অ্যান্টিবায়োটিকের ব্যবহার থাকতে পারবে না বলে জনস্বার্থে একটি রুল জারি করেছেন আদালত। এখন আমাদের বিএসটিআইএ’র দায়িত্ব হচ্ছে আদালতের রুলের জবাব তৈরি করা এবং দুধের মান বৃদ্ধি করা সম্পর্কে আদালতকে অগ্রগতি জানানো।
তিনি বলেন, কোর্টের আদেশের পর আমরা অবশ্যই বাজার মনিটরিং করবো। আদালতের নির্দেশনা রয়েছে, এসব দুধ কোনোভাবেই বাজারজাত না করার। আজ ২৮ জুলাই থেকেই আমরা (বিএসটিআই) বাজার মনিটরিং শুরু করবো এবং উদ্যোক্তাদেরও তাদের উৎপাদন ৫ সপ্তাহের জন্য বন্ধ রাখার বিষয়ে জানাবো। এই বন্ধের বিষয়েও আমরা আদালতকে প্রতিবেদন দিয়ে জানাবো।
বিএসটিআই-এর এই আইনজীবী আরও বলেন, কোম্পানিগুলো নিজেদের দায়িত্বে দুধ সরিয়ে নেবে বলে তিনি মনে করেন। কারণ, কোর্টের আদেশ হওয়ার পরপরই তা কার্যকর করতে হয়।
এরপরও তারা মার্কেট থেকে দুধ তুলে না নিলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে জানান তিনি।