আট বছর থেকে উন্নয়নের ধারা অব্যাহত:প্রধানমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত এই ৮ বছর সরকারে থেকেছি তাই উন্নয়ন হয়েছে। আমরা দেশকে কি দিতে পেরেছি সেটাই বড় কথা। উন্নয়নের ধারা বজায় থেকেছে। তিনি বলেন, বিএনপি জামায়াতের লক্ষ্য ছিল দেশকে পরনির্ভরশীল করে রাখা। আর নিজেদের বিত্ত-বৈভব বৃদ্ধি করা হলো তাদের নীতি। এখন আমাদের খাদ্যে উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিসি সম্মেলনে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমরা স্বাধীন দেশ। আমার যে উন্নতি করতে পারি তা প্রমাণ করেছি। তিনি বলেন, দুর্নীতি, মানি লন্ডারিং ছিল বিএনপি-জামায়াতের কাজ।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ থেকে মিত্র বাহিনীকে ফেরৎ নিতে হয়েছে। পৃথিবীতে একটিমাত্র ঘটনা যা বঙ্গবন্ধুর জন্য হয়েছে। বঙ্গবন্ধু স্বাধীন চেতা ছিলেন, ইন্দিরা গান্ধীও স্বাধীন চেতা ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমিশার কণ্ঠে হিন্দি গান, ফেসবুকে ভাইরাল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে গ্যাস বিস্ফোরণে ২ শ্রমিক নিহত