পপুলার২৪নিউজ প্রতিবেদক: রাজধানীর মিরপুরের দারুস সালামের জঙ্গি আস্তানায় নিহত শিশুসহ সাতজনের মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আঞ্জুমান মফিজুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ঢামেক হাসপাতাল মর্গে থাকা সাতটি মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এরআগে মরদেহ হস্তান্তনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আঞ্জুমান মফিজুল ইসলামকে চিঠি দেওয়া হয়েছে। তাই আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতে আঞ্জুমানের কাছে মরদেহ সস্থান্তর করা হয়েছে। আঞ্জুমানের মুগ্ধা জোনের ডিউটি অফিসার্স শাহাদাৎ শিকদার জানান, মিরপুরের দারুস সালামের জঙ্গি আস্তানায় নিহত শিশুসহ সাতজনের মরদেহ জুরাইন কবরস্থানে দাফন করা হবে।
এরআগে সোমবার রাত ১টা থেকে মিরপুরের দারুস সালামের ২০ নম্বর বর্ধন বাড়ি এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান শুরু করে র্যাব। পরবর্তীতে দারুস সালামের ওই জঙ্গি আস্তানা থেকে শিশুসহ সাতজনের মরদেহ উদ্ধার করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।