স্পোর্টস ডেস্ক:
দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোকে সাইডবেঞ্চে বসিয়ে রেখে ২২ বছর বয়সী গনকালো রামোসকে মাঠে নামিয়েছিলেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। সুযোগ পেয়েই বাজিমাত করেন রামোস। রীতিমত হ্যাটট্রিক করে বসেন তিনি। যা এই বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক।
রোনালদোকে বসিয়ে রাখার কারণে কম সমালোচনা হয়নি। কিন্তু রামোস হ্যাটট্রিক করায় সেই সমালোচনা উবে যায় মুহূর্তেই। এমন এক হ্যাটট্রিক করা ফুটবলারকে তো আর প্রথম একাদশের বাইরে রাখতে পারেন না কোচ সান্তোস।
যার ফলে আজও কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে পর্তুগালের শুরুর একাদশে নেই রোনালদো। তাকে সাইডবেঞ্চেই বসে থাকতে হবে। পরিবর্তে পর্তুগিজ একাদশে সুযোগ দেয়া হয়েছে গনকারো রামোসকে।
পর্তুগাল একাদশ: (ফরমেশন: ৪-৩-৩)
দিয়েগো কস্তা, রুবেন দিয়াজ, পেপে, রাফায়েল গুয়েরেরো, দিয়েগো দালত, রুবেন নেভেস, ওতাভিও, বার্নার্ডো সিলভা, গনকালো রামোস, হোয়াও ফেলিক্স, ব্রুনো ফার্নান্দেস।
কোচ: ফার্নান্দো সান্তোস
মরক্কো একাদশ: (ফরমেশন: ৪-৩-৩)
ইয়াসি বোনো, রোমেইন সাইস, জাওয়াদ এল ইয়ামিক, ইয়াহইয়া আত্তিয়াত-আল্লাহ, আশরাফ হাকিমি, সোফিয়ানে আম্রাবাত, সেলিম আমাল্লাহ, আজ্জেদিন ওউনাহি, ইউসুফ এন-নাসিরি, সোফিয়ানে বৌফাল, হাকিম জিয়েচ।
কোচ: ওয়ালিদ রেগরাগুই