আজও বিলম্বে ছাড়ছে তিন ট্রেন

নিজস্ব প্রতিবেদক : ঈদ উপলক্ষে কয়েকদিন আগে থেকেই পরিবার-পরিজনের টানে মানুষ বাড়ি যাওয়া শুরু করেছে। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, ট্রেনের শিডিউল বিপর্যয় যেন ততই বাড়ছে। আজ সোমবার সকালেও কমলাপুর রেলস্টেশন থেকে বিলম্বিত হয়েছে তিনটি ট্রেনের শিডিউল।

শেষ খবর পাওয়া পর্যন্ত নীলসাগর, সুন্দরবন ও রংপুর এক্সপ্রেস বিলম্বে ছাড়ছে। এ ছাড়া সকাল ৯টা পর্যন্ত মোটামুটি শিডিউল মেনেই ছেড়েছে সবকটি ট্রেন।

যারা গত ২৫ মে ট্রেনের আগাম টিকিট কেটেছিলেন, তারা সোমবার বিভিন্ন গন্তব্যে যাত্রা করছেন।

রেলওয়ের তথ্য অনুযায়ী, সোমবার খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সোয়া ৬টায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু সেটি ছেড়েছে সোয়া ৮টায়। চিলাহাটীগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টা ৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ছেড়ে যাওয়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে সকাল সাড়ে ১১টায়।

এ ছাড়া রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় কমলাপুর ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখনো কমলাপুরে পৌঁছায়নি। এ ট্রেন ছাড়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে সকাল সোয়া ১০টায়।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক জানান, যেকোনো বছরের তুলনায় শিডিউল মেনেই সময় মতো ট্রেন ছাড়ছে। তবে দু-একটি ট্রেন বিলম্ব করছে, সেগুলো যেন বেশি বিলম্ব না হয়, সে বিষয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপাখির সঙ্গে ধাক্কা, শাহজালালে বিমানের জরুরি অবতরণ
পরবর্তী নিবন্ধভুল হয়েছে, টাইগারদের জয়ের পর স্বীকার করলেন ম্যাককালাম