পপুলার২৪নিউজ প্রতিবেদক:
আজ শনিবার পর্দা উঠছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের। এতে অংশ নিচ্ছে ৮টি ক্লাব; যার ৩টি স্থানীয় এবং বাকী চারটি ক্লাব নেপাল, দক্ষিণ কোরিয়া, আফগানিস্তান এবং কিরগিজস্তান থেকে যোগ দিয়েছে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
২০১৫ সালের অক্টোবরে প্রথম টুর্নামেন্ট হওয়ার পরের বছর একই সময়ে টুর্নামেন্টটি করা যায়নি। বাফুফের ক্যালেন্ডারে সময় ছিল না বলে। এবার সেই সুযোগ তৈরী হলো যা দেশের ফুটবলের জন্য ভালো কিছু বয়ে আনবে। তবে চমকের বিষয় হলো, গতবার কলকাতা ইস্টবেঙ্গল ও মোহামেডান এসেছিল, এবার ভারতের কোনো দলকেই পাওয়া যায়নি। প্রথম আসরে কলকাতা ইস্টবেঙ্গল দ্বিতীয় সারির দল নিয়ে ফাইনালে উঠে আয়োজক চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে গিয়েছিল।
প্রথম দিনের খেলায় বিকাল ৪টায় মুখোমুখি হবে পোচেয়ন ও কিরগিজস্তানের এফসি আলগা বিশকেক। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড এবং মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। দ্বিতীয় দিনে বিকাল ৪টায় মাঠে নামবে মোহামেডান ও নেপালের নেপালের মানাং মার্সিয়াংদি। আর সন্ধ্য ৭টায় চট্টগ্রাম আবাহনী খেলবে আফগানিস্তানের সাহিন আসমায়ে এফসির বিপক্ষে।
গ্রুপ-এ
ঢাকা আবাহনী, এফসি আলগা পোচন সিটিজেন, টিসি স্পোর্টস |
গ্রুপ-বি
ঢাকা মোহামেডান, চট্টগ্রাম আবাহনী মানাং মার্সিয়াংদি, শাহিন আসমাই |