আজ থেকে শুরু ‘ ঢাকা পানি সম্মেলন-২০১৭ ‘

পপুলার২৪নিউজ ডেস্ক:
দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া ও ডেল্টা কোয়ালিশনভুক্ত অঞ্চলের ২৭টি দেশের দুই দিনব্যাপী ‘ ঢাকা পানি সম্মেলন ২০১৭’ আজ শনিবার থেকে শুরু হচ্ছে। সম্মেলনটি চলবে আগামীল রবিবার পর্যন্ত।

এবারের পানি সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে টেকসই উন্নয়নে পানি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে খাদ্য নিরাপত্তাসহ এসডিজির ৭টি অভিষ্ঠ লক্ষ্যকে সামনে রেখে এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুই দিনব্যাপী এই সম্মেলনে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া ও ডেল্টা কোয়ালিশনভুক্ত অঞ্চলের ২৭টি দেশের মন্ত্রী- প্রতিমন্ত্রীসহ ৮২ জন বিদেশী প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

সম্মেলনের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে সুপারিশক্রমে ‘ঢাকা পানি ঘোষণাপত্র’ গৃহীত হবে।

 

পূর্ববর্তী নিবন্ধজেনে নিন আজকের রাশিফল
পরবর্তী নিবন্ধ২৮ বলে ৬৩ রান ম্যাককালামের