আজ ঢাকায় আসছেন সু চি’র বিশেষ দূত

পপুলার২৪নিউজ ডেস্ক:

14অং সান সু চি’র বিশেষ দূত হিসেবে ঢাকা সফরে আসছেন মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উচ থিন। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ার মধ্যে মঙ্গলবার বিকালে তিনি ঢাকা আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

সফরকালীন সময়ে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শহীদুল হকের সঙ্গে সু চি’র বিশেষ দূত থিনের সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে।

গত বছরের ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৯ সীমান্ত পুলিশ নিহত হওয়ার পর রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত জেলাগুলোতে সেনা অভিযান শুরু হলে সম্প্রতি এই অনুপ্রবেশের ঘটনা বেড়ে যায়। ওই দিন থেকে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য।

পূর্ববর্তী নিবন্ধমাথায় টাক, ক্ষতিগ্রস্ত চুল পুনরুজ্জীবিত হবে যেভাবে!
পরবর্তী নিবন্ধরাকিব হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু