পপুলার২৪নিউজ ডেস্ক:
এবার কিবোর্ডেই আঙুলের ছাপ শনাক্ত করার ব্যবস্থা যুক্ত হয়েছে। এ প্রযুক্তিসহ অত্যাধুনিক কিবোর্ড বাজারে এনেছে মাইক্রোসফট।
মাইক্রোসফটের এ কিবোর্ডটি দেখতে অনেকটা সারফেস কিবোর্ডের মতো। তবে কিবোর্ডের ডান দিকের উইন্ডো কি-তে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে।
কী কাজে ব্যবহার করা যাবে এ সেন্সরযুক্ত কিবোর্ড? মাইক্রোসফট জানিয়েছে, এটি উইন্ডোজ ১০ এ লগইন করার মাধ্যমে অথবা উইন্ডোজ হ্যালো ব্যবহার করে ওয়েবসাইটেও ব্যবহার করা যাবে।
বর্তমানে এর দাম নির্ধারণ করা হয়েছে ১২৯.৯৯ ডলার। এখনও এটি বাজারে আসেনি। তবে শিগগিরই আসবে বলে জানিয়েছে মাইক্রোসফট।