পপুলার২৪নিউজ ডেস্ক :
বাংলাদেশে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারী বলেছেন, আগুন ও পেট্রল সন্ত্রাসীরা সাবধান। যারা ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত এসব কর্মকাণ্ড করেছেন। তাদের অনেকেই আবারো একই ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করছেন তারা সাবধান।
তিনি আরও বলেন, ২০১৩ সালের পুলিশ আর ২০১৮ সালের পুলিশ এক না। আমরা যে কোনো ধরনের শান্তিশৃঙ্খলা ভঙ্গের অপতৎপরতা শক্তি দিয়ে, মেধা দিয়ে, পেশা ও সাহস দিয়ে রুখে দিতে সক্ষম।
সোমবার সকালে ৬ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে গাইবান্ধার পলাশবাড়ী থানার নবনির্মিত ভবন উদ্বোধন ও সুধী সমাবেশে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।
তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স।
পুলিশপ্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্বপ্ন দেখিয়েছেন ২০২১ এ মধ্যম আয়ের দেশ আর ২০৪১ এ উন্নত বিশ্বের দেশ হিসেবে গড়ে তোলার। আর আমরা সেই স্বপ্নকে সফল করার সহযাত্রী হব।
গাইবান্ধার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর প্রধান।