আগুন নিয়ন্ত্রণে না আসায় ব্যবসায়ীদের ক্ষোভ প্রকাশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
7আড়াই ঘণ্টায়ও গুলশান-১ ডিডিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিস কর্মীদের ওপর ক্ষোভ প্রকাশ করেন মার্কেটের ব্যবসায়ীরা। ভোরে ঘটনাস্থলে দেখা যায়, মার্কেটের পূর্বে দিকে কাঁচাবাজার অংশে তখনও জ্বলছিল আগুন।
আড়াই ঘণ্টার বেশি চেষ্টা এ অংশের আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস ইউনিট। এক ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসের কর্মচারীদের ওপর চড়াও হন। অনেকে লাঠি হাতে নিয়ে তাদের দিকে তেড়ে আসেন। তবে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবসায়ীদের বুঝিয়ে শান্ত করেন। ব্যবসায়ীদের দাবি, ফায়ার সার্ভিস ইউনিট দায়িত্ব পালনে অবহেলা করছে। এ কারণে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। মার্কেটের চারদিকে রাস্তা রয়েছে, আগুন নেভাতে এতো সময় লাগার কথা নয়।

আগুন লাগার এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস ইউনিট মার্কেটের মূল গেট ভেঙে ফেলে। প্রথমে কেনো গেট ভাঙলো না সে প্রশ্ন তুলে এক মসলা ব্যবসায়ী বলেন, প্রথমে ফায়ার সার্ভিস কষ্ট করে গেট দিয়ে গাড়ি ঢুকাচ্ছিলো। শুরুতে কেনো গেট ভাঙ্গা হলো না। এতেই বুঝা যায় তারা আগুন নেভাতে আন্তরিক নয়। তারা কেউ বুঝতেছে না আমাদের কতটা ক্ষতি হয়ে গেলো। আমাদের যে সব শেষ হয়ে গেলো, কান্নাজড়িত কন্ঠে বলেন তিনি।

এদিকে ভোর সাড়ে ৫টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তখনও আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। ব্যবসায়ীরা জানান, এই মার্কেটে কাঁচাবাজারের সঙ্গে ফার্নিচার, কসমেটিকস ও অলঙ্কারের দোকানের সংখ্যা বেশি। সোমবার দিবাগত রাত আড়াইটায় এ অগ্নিকাণ্ড ঘটে।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা নির্যাতন: মিয়ানমারের চার পুলিশ আটক
পরবর্তী নিবন্ধভৈরবে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত