নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর এলাকায় একটি নোহা মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাইক্রোবাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নাজমা আক্তার।
তিনি বলেন, আমরা সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগারগাঁও এলাকায় একটি মাইক্রোবাসে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে মোহাম্মদপুর স্টেশন থেকে দু’টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানতে চাইলে তেজগাঁও ট্রাফিক বিভাগের শেরেবাংলা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শোভন চন্দ্র ঘোষ বলেন, মাইক্রোবাসটির ইঞ্জিন গরম হয়ে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।