আগামী ৩ দিন দেশের আবহাওয়া যেমন থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক

চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রিতে উঠেছে। মার্চ মাসেই তাপমাত্রার এ পারদ আরও উপরে ওঠার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা বলছেন, দিন ও রাতের তাপমাত্রা এখন বৃদ্ধি পাচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, আজ (শনিবার) সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল রোববার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সাপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন জায়গায় হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধবুয়েট ছাত্র আবরার হত্যা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় রোববার
পরবর্তী নিবন্ধ‘আড়ালে’ থাকার ঘোষণা দিলেন ওমর সানী