আগামী সপ্তাহ থেকেই অবৈধ দখল উচ্ছেদে অভিযান : আতিকুল

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান আগামী সপ্তাহ থেকে শুরু হবে বলে জানিয়েছেন সদ্যদায়িত্ব গ্রহণ করা মেয়র আতিকুল ইসলাম। মেয়র বলেছেন, তুরাগ, বুড়িগঙ্গা তীরে যেভাবে অভিযান পরিচালিত হচ্ছে ঠিক সেভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় খাল, পানি প্রবাহের স্থান যারা দখল করে আছে অথবা অন্য কোনোভাবে অবৈধ স্থাপনা আছে সেগুলো দখলমুক্ত করতে আগামী সপ্তাহ থেকে আমাদের অভিযান শুরু হবে। এই অভিযানে অবৈধ দখলকারী কেউ ছাড় পাবে না।

মঙ্গলবার রাজধানীর উত্তর বাড্ডা-সংলগ্ন সুতি খাল পরিদর্শনে এসে এসব কথা বলেন মেয়র আতিকুল ইসলাম।

 

তিনি বলেন, ‘খাল পরিদর্শনে এসে দেখতে পেলাম পানি প্রবাহের জায়গায় ময়লা, আবর্জনা, প্লাস্টিকসহ বিভিন্ন জিনিসের স্তুপ জমে হয়ে আছে। এগুলো পানির প্রবাহকে নষ্ট করছে। বর্ষার আগেই আমরা এগুলো পরিষ্কার করার পাশাপাশি খনন করে গভীরতা সৃষ্টি করব যেন পানি প্রবাহ ঠিক থাকে। পাশাপাশি আশপাশে যেসব দোকান আছে সেগুলোতে একটি মিনি বিন (ময়লার পাত্র) রাখা বাধ্যতামূলক করা হবে। যাতে করে কেউ এসব ময়লা খালে, ড্রেন না ফেলে।’

আগামী ১৭ মার্চ থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। যাতে করে সবাই সচেতন হয়ে নিজের আশপাশে পরিচ্ছন্ন রাখে। সবাই সচেতন হলে একটি পরিচ্ছন্ন সুন্দর নগরী গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে আসন্ন বর্ষায় জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে করণীয় ঠিক করতে সকাল থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম খাল ও জলাবদ্ধতার স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি শায়েস্তা খাঁ অ্যাভিনিউ, র‌্যাব-১ এর পেছনে, আশকোনা, বনানী ও বাড্ডার সুতি খাল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ডিএনসিসি ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধডাকসুতে পুনঃভোট দাবিতে টিএসসিতে অবস্থান বামজোটের
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ জিততে পারে পাকিস্তান: ভিভ রিচার্ডস