আগামী পাঁচ বছরে দেশএতটাই সফল হবে, যা কল্পনাও করা যায়না: পরিকল্পনামন্ত্রী

 

পপুলার২৪নিউজ প্রতিবেদক :একাদশ জাতীয় সংসদনির্বাচনে দেশবাসীর প্রত্যাশারপ্রতিফলন হয়েছে। দেশেরমানুষ সুস্পষ্ট রায় দিয়েছে,দেশটি কার হাতে পরিচালিতহবে। দেশ পরিচালিত করবেতারাই, যারা স্বাধীনতারপক্ষের শক্তি এবং যারাউন্নয়ন করবে। তারা এওবিশ্বাস করতেন, যে উন্নয়নপ্রকল্প আমাদের হাতে রয়েছে,এই সরকার পরিবর্তন হলেপ্রকল্পগুলো আর বাস্তবায়িতহবে না। অতীত অবস্থা থেকেএটা আমরা বুঝতে পারি।দেশের মানুষ আমাদেরকে আরেকবার সুযোগ দিয়েছে সেবা করার। আমরা সুযোগপেলাম, চলমান প্রকল্পবাস্তবায়ন করার জন্য। এইনির্বাচনের মাধ্যমে জনগণেরপ্রত্যাশার লেভেল অনেক বড়হয়েছে। তারা বিশ্বাস করে,আমরা পারব। আমিআপনাদের সামনে রেখেবলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী কখনো ব্যর্থ  হননি,এবারও তিনি ব্যর্থ হবেননা।যত বড় প্রত্যাশার লেভেলইদেশের মানুষের হোক, তিনিসেই প্রত্যাশার লেভেল স্পর্শকরবেন। তার হাত ধরেআমরা আগামী পাঁচ বছরেএতটাই সফল হব, যা এইদেশের মানুষ কল্পনা করেনাই। নির্বাচনের কারনে আশংকা ছিল যে ডিসেম্বরে মুল্যস্ফীতি বাড়বে কিন্তু বাড়েনি। নির্বাচনে দুধ ও চিনির প্রয়োজনীয়তাই সবচেয়ে বেশী হয়। কিন্তু এ সময়ে এদুটির দাম ছিল যেকোন সময়ের তুলনায় কম। চিনির দাম গত ১০ বছরের মধ্যে বিশ্ববাজারে সবচেয়ে কম ছিল। গত মাসের তুলনায় চলতি অর্থ বছরের ডিসেম্বর মাসেসাধারণ মূল্যস্ফীতির হারকমে হয়েছে ৫ দশমিক ৩৫ শতাংশ।নভেম্বর মাসেসাধারণ মূল্যস্ফীতির হারছিল ৫ দশমিক ৩৭ শতাংশ।বুধবার (২ জানুয়ারী, ২০১৯)রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনেএসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী আ হ মমুস্তাফা কামাল।

মাননীয় মন্ত্রী আরো বলেন, উন্নয়নের কারণেইদেশের মানুষ আবারওআমাদেরকে নির্বাচিত করেছেআমার একটি কথা সত্যহয়েছে, আপনারা অনেকেবিভিন্ন সভায় বলতেন,নির্বাচন আর উন্নয়ন একজিনিস নয়। উন্নয়ন দিয়েনির্বাচনের ফলাফল বোঝাযাবে না। আমি তখনবলেছিলাম আপনাদেরকে,প্রধানমন্ত্রী শেখ হাসিনাসবচেয়ে সফল মানুষ এদেশের। তিনি যে পরিমাণউন্নয়ন করেছেন এদেশেরমানুষের জন্য সেই উন্নয়নেরহাত ধরেই আমরা বিজয়ীহবো। এবং আমি এওবলেছিলাম, দেশের মানুষেরজন্য তিনি এতটাই উন্নয়নকরেছেন, কেউ যদি ইচ্ছাওকরে তার বিরুদ্ধে যাবে, তারবিরুদ্ধে অবস্থান নেবে,আমার বিরুদ্ধে অবস্থাননেবে; তা নিতে পারবে না।ভোট কেন্দ্রে গিয়ে তারাআমাদেরকেই ভোট দিবে।যদি ভোট করতে না চায়,তাহলে তাদের মন বলবে,এটা অন্যায় হয়েছে। তাদেরহাত কাঁপবে। এটা কিন্তু প্রমাণহয়েছে।

এক প্রশ্নের জবাবেপরিকল্পনামন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী যাকে যেমন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন,তাতেই আমরা খুশি। তিনি নাদিলেও দেশের উন্নয়নেআমরা কাজ করব।

পূর্ববর্তী নিবন্ধআ.লীগের সংসদীয় দলের নেতা শেখ হাসিনা
পরবর্তী নিবন্ধপ্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে