পপুলার২৪নিউজ ডেস্ক:
আক্রান্ত হলে বা হওয়ার আশংকা থাকলে ইরান তার বোমা বহনে সক্ষম দূপাল্লার মিসাইল ব্যবহার করবে বলে হুমকি দিয়েছে।
দেশটির রেভ্যুলেশনারি গার্ডের বিমান শাখার প্রধান ব্রিগেডিয়ার আমির আলি ‘তাসনিম নিউজ এজেন্সি’কে দেয়া সাক্ষাৎকারে এ হুমকি দেন।
তিনি বলেন, ‘আমরা রাত-দিন এক করে ইরানের নিরাপত্তার জন্য কাজ করছি। তবে কোনোভাবে যদি আমাদের শত্রুপক্ষ আমাদের ওপর হামলা করে বা করার চেষ্টা করে, তাহলে আমাদের মিসাইলগুলো তাদের মাথায় গিয়ে আঘাত হানবে।’
মার্কিন প্রশাসন ইরানের ক্ষেপনাস্ত্র কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয়ার প্রতিবাদে শনিবার দেশটির এলিট ফোর্স কুচকাওয়াজ করে।
সম্প্রতি ইরান দূরপাল্লার বোমা বহনে সক্ষম মিসাইলের পরীক্ষা চালায়। এরপরেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।
এ পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের রেভ্যুলেশনারি গার্ড ও এ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপের কথা বলে।
ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন ইরানের মিসাইল কর্মসূচিকে ‘অস্থিতিশীল কর্মকাণ্ড’ উল্লেখ করে কড়া বার্তা দিয়েছেন।
অন্যদিকে ট্রাম্প এক টুইট বার্তায় ইরানের কর্মসূচিকে ‘আগুন নিয়ে খেলা’র সঙ্গে তুলনা করেন।