আওয়ামী লীগের শান্তি সমাবেশে মগবাজার ফ্লাইওভার বন্ধ

নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় বিএনপির পদযাত্রার কর্মসূচির মধ্যে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ঘিরে মগবাজার থেকে তেজগাঁওয়ের সড়ক স্থবির হয়ে পড়েছে।

তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে শান্তি সমাবেশের মঞ্চের কারণে মগবাজার ফ্লাইওভার দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

এই সমাবেশের পরই সেখান থেকে মহাখালী পর্যন্ত শোভাযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

সরকার হটানোর আন্দোলনে বুধবার ঢাকার আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত কর্মসূচি চলছে বিএনপির। একই দিনে তেজগাঁও এলাকাতে শান্তি সমাবেশ ও শোভাযাত্রার কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুই দলের এই কর্মসূচি ঘিরে ঢাকার দুটি অংশের সড়কে যানজট তৈরি হয়েছে।

ট্রাফিক পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার সোহেল রানা সোয়া ৩টার দিকে জানান, আওয়ামী লীগের শান্তি মিছিলের কারণে মগবাজার ফ্লাইওভার এর মুখে কিছু জটলার সৃষ্টি হয়েছে।

“ফ্লাইওভার দিয়ে সাতরাস্তামুখী গাড়ি চলাচল রাস্তা বন্ধ রয়েছে। আমরা নিচ দিয়ে মগবাজার ক্রস করার ব্যবস্থা করছি।”

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু রেলসেতুর অগ্রগতি ৬৫ শতাংশ
পরবর্তী নিবন্ধচাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার প্রস্তাব