নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও দলের সভাপতি শেখ হাসিনার পক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (৫ জুন) সকালে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধি ও কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা করেন। দুপুরে রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
ঈদ শুভেচ্ছা বিনিময়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে অংশ নেন- আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলির সদস্য আমির হোসেন আমু, দলের সভাপতিমণ্ডলির সদস্য ডা. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, এবার উৎসব-উদ্দীপনা নিয়ে শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপদে মানুষ ঘরে ফিরে গেছে। আশা করি বিশ্বাস করি ঈদের পরও কর্মস্থলে ফিরে আসবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে গ্রেটার ফিউচার উপহার দেবেন আওয়ামী লীগ এ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশকে আমরা একটা গ্রেটার ফিউচার উপহার দিবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়ক ধরে আমরা এগিয়ে যাবো। আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক, উগ্র সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে। আসুন সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জন্মের চেতনা বঙ্গবন্ধুর চির বিজয়ী আদর্শের পতাকাতে সমন্নুত রেখে এগিয়ে যাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে। জাগরণ