আইসিসি থেকে শশাংক মনোহরের পদত্যাগ

পপুলার২৪নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন শশাংক মনোহর।

বুধবার তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে আইসিসির প্রধান নির্বাহী বরাবর পদত্যাগ পত্র দেন।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি থেকে বিতর্কিত ‘বিগ থ্রি’ প্রভাব কাটানোর জন্য কাজ করছিলেন শশাংক।

তার উদ্যোগের ফলেই গত ফেব্রুয়ারিতে আইসিসির ক্ষমতা ও অর্থ বণ্টন সংক্রান্ত নতুন গঠনতন্ত্র পাস হয়।

আগামি এপ্রিল মাসে অনুষ্ঠিতব্য বোর্ড সভায় এটির চুড়ান্ত অনুমোদন দেয়ার কথা রয়েছে । কিন্তু ওই সভায় শশাংক আর সভাপতি হিসেবে থাকতে পারবেন না।

গত বছরের মে মাসে তিনি দুই বছরের জন্য দায়িত্বগ্রহণ করেছিলেন। তবে ৮ মাস দায়িত্ব পালনের পরই সরে গেলেন।

পূর্ববর্তী নিবন্ধশততম টেস্টে মোসাদ্দেকের অভিষেক
পরবর্তী নিবন্ধবিবিসি রয়টার্সসহ ২৫ আন্তর্জাতিক টুইটার অ্যাকাউন্ট হ্যাক