পপুলার২৪নিউজ ডেস্ক:
অনেকে নতুন আইফোনের অপেক্ষায় আছেন। এবারে নতুন মডেল হিসেবে আইফোন ৮ আনতে পারে অ্যাপল। আইফোন ৮-এর দাম নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। অবশ্য বাজার গবেষকদের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলো আইফোন ভক্তদের সুখবর দিচ্ছে। বাজার গবেষকেরা বলছেন, আইফোন ৮-এর দাম তুলনামূলকভাবে কম রাখবে অ্যাপল।বিশ্লেষকেদের মতে, এ বছরের নতুন আইফোন ঘিরে দামের পরিকল্পনা ভিন্নভাবে করছে অ্যাপল। ওএলইডি ডিসপ্লেযুক্ত হাই-অ্যান্ড বা ফ্ল্যাগশিপ আইফোনের মডেলটির দাম ১ হাজার মার্কিন ডলারের বেশি হবে এমন গুঞ্জন রয়েছে। তবে ৬৪ জিবি মডেলের মূল আইফোনটির দাম কিছুটা কম রাখতে পারে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।
আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ইউবিএসের বিশ্লেষক স্টিভেন মিলুনোভিসের বরাতে ম্যাকরিউমারসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইফোনের দাম প্রতিদ্বন্দ্বিতামূলক করতে পারে অ্যাপল। প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৮-এর দামের মতো দাম হতে পারে আইফোন ৮-এর। অর্থাৎ, দাম ৮৪০ থেকে ৮৫০ মার্কিন ডলারের মধ্যে থাকবে। আইফোন ৭ এস ও ৭ এস প্লাসের দাম শুরু হবে ৬৪৯ ও ৭৪৯ মার্কিন ডলার থেকে।
আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ইউবিএসের বিশ্লেষক স্টিভেন মিলুনোভিসের বরাতে ম্যাকরিউমারসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইফোনের দাম প্রতিদ্বন্দ্বিতামূলক করতে পারে অ্যাপল। প্রতিদ্বন্দ্বী স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৮-এর দামের মতো দাম হতে পারে আইফোন ৮-এর। অর্থাৎ, দাম ৮৪০ থেকে ৮৫০ মার্কিন ডলারের মধ্যে থাকবে। আইফোন ৭ এস ও ৭ এস প্লাসের দাম শুরু হবে ৬৪৯ ও ৭৪৯ মার্কিন ডলার থেকে।
যা থাকবে নতুন আইফোনে:
এবারের নতুন আইফোনে বেশ কিছু নতুন ফিচার আনতে পারে অ্যাপল। গুঞ্জন রয়েছে, আইফোন ৮-এ হালকা বেজেলযুক্ত এজ-টু-এজ ওএলইডি ডিসপ্লে, তারহীন চার্জিং সুবিধা থাকবে। এবার ফিজিক্যাল হোম বাটন থাকছে না। এতে থ্রিডি ফেসিয়াল রিকগনিশন বা আইরিশ স্ক্যানার যুক্ত হতে পারে।