আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধান বিচারপতির

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

দেশে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে সুপ্রিমকোর্টের নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আইনের শাসন এবং বিচারপ্রার্থী মানুষের কষ্ট লাঘবে বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন।

বার ও বেঞ্চকে একটি পাখির সঙ্গে তুলনা করে তিনি বলেন, একটি পাখির দুটি ডানা আছে। যদি একটি ডানা অচল হয়, তাহলে পাখিটি উড়তে পারে না।

রোববার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি কার্যালয়ের পক্ষ থেকে দেয়া সংবর্ধনাকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এসব কথা বলেন। এ সময় সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিলে বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক আইনজীবীর উপস্থিতিতে সংবর্ধনায় আরও বক্তব্য রাখেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রমুখ।

সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত আপিল বিভাগের এক নম্বর এজলাসে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা উপলক্ষে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে বলে প্রধান বিচারপতি জানান।

পূর্ববর্তী নিবন্ধকুর্দি গেরিলাদের হামলায় তুরস্কের ৭ সেনা নিহত
পরবর্তী নিবন্ধতামিমকে ছাড়িয়ে গেলেন মুমিনুল