‘আইকন প্লেয়ার’ হিসেবে নাসিরকে চায় রংপুর রাইডার্স

পপুলার২৪নিউজ ডেস্ক:
জাতীয় দলে নাসির হোসেনকে অন্তর্ভুক্ত করা নিয়ে কম জল ঘোলা হয়নি। ক্রিকেটপ্রেমীরা অনলাইনে স্টেটাসের তুবড়ি ছুটিয়েছেন। তবু নাসির জাতীয় দলে অবস্থান পাকা করতে পারেননি। মাঝে মধ্যে তার ডাক পড়ে। তবে বিপিএল দল রংপুর রাইডার্স বুঝতে পেরেছে ‘দ্য ফিনিশার’ খ্যাত নাসির হোসেনের গুরুত্ব। তাই আগামী আসরে আইকন খেলোয়াড় হিসেবে নাসিরকে চাইছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন রংপুর রাইডার্স।

আগের আসরে রংপুরের আইকন ক্রিকেটার ছিলেন সৌম্য সরকার। আর গত আসরে নাসির খেলেছিলেন চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের হয়ে। ঢাকাকে শিরোপা জেতানোর পথে দারুণ অবদান ছিল নাসির হোসেনের। শুধু তাই নয়, সম্প্রতি শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে অসাধারণ পারফর্মেন্স করে শিরোপা জিতিয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। এ কারণে আগামী বিপিএলে দারুণ চাহিদা নাসির হোসেনের। ঢাকা ডায়নামাইটস নাসিরকে ছেড়ে দেবে নাকি রাখবে সেটা এখনও নিশ্চিত নয়।

ইতিমধ্যেই রংপুর চুক্তি করেছে ক্যারিবীয় দানব খ্যাত ক্রিস গেইলের সঙ্গে। এ ছাড়া কোচ হিসেবে আছেন প্রথম সারির একজন- টম মুডি। এ ছাড়া, স্যামুয়েল বদ্রি, থিসারা পেরেরা, চার্লস জনসন, রবি বোপারা থেকে শুরু করে বেশ কিছু বিদেশি নামিদামি ক্রিকেটারের সঙ্গে চুক্তি হয়ে গেছে। পুরনো ক্রিকেটারদের মধ্যে কেবল আছেন আরাফাত সানি ও রুবেল হোসেন।

পূর্ববর্তী নিবন্ধএত দিনে বাচ্চার মা হয়ে যেতাম: ক্যাটরিনা
পরবর্তী নিবন্ধতেলাপিয়া মাছ স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর?