বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তথ্যমন্ত্রীর সমালোচনা করে বলেছেন, ‘গলাকাটার গুজবে জড়িত সন্দেহে যাদেরকে আটক করা হয়েছে তার ৭০ ভাগ লোক বিএনপির নেতাকর্মী-এমন কথা বলেছেন তথ্যমন্ত্রী। অথচ পুলিশ বলছে, এ গুজবটি দুবাই থেকে ছড়ানো হচ্ছে। এ জন্য বেশকিছু ফেসবুক আইডিও বন্ধ করে দিয়েছেন তারা। তাহলে বিএনপি নেতাকর্মীরা কীভাবে জড়িত হলো? আসলে আওয়ামী লীগ পেশাদার মিথ্যাবাদী দল।’
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।
সুচিকিৎসার জন্য আজই বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে রিজভী বলেন, ‘আমরা বিএনপি এবং সারাদেশের মানুষের পক্ষ থেকে সরকারের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করা একজন গুরুতর অসুস্থ বয়স্ক মহিয়সী নারীকে নিয়ে এবার প্রতিহিংসাপরায়ণতার রাজনীতি বন্ধ করুন। অনেক হয়েছে, এবার থামুন। অবিলম্বে নয়, আজই বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তার সুচিকিৎসার সুযোগ দিন।’
বেগম জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে রিজভী বলেন, ‘আজ এ সংবাদ সম্মেলনের মাধ্যমে গণতন্ত্রের মা, বাংলাদেশের আপামর জনতার প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার ঝুঁকিপূর্ণ শারীরিক অবস্থা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এখন তিনি হুইল চেয়ার ছাড়া চলাফেরা করতে পারছেন না। ইনসুলিন নেয়ার পরও তার ব্লাড সুগার নামছে না। ডায়াবেটিস কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। এটা অব্যাহত থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তিনি এখন একদমই হাঁটতে পারছেন না। তার চরম অবনতি হওয়া স্বাস্থ্য নিয়ে পরিবার, আমরা ও দেশবাসী সবাই সীমাহীন উদ্বিগ্ন।’
সরকার ডেঙ্গু জ্বরের প্রকোপ ধামাচাপা দিতে সরকারি যন্ত্রকে ব্যবহার করছে অভিযোগ করে রিজভী বলেন, ‘মরণঘাতী ডেঙ্গু জ্বর মহামারি আকারে সারাদেশে ছড়িয়ে পড়ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেছে। অথচ স্বাস্থ্য অধিদফতর বলছে-সারাদেশে কমপক্ষে ৯ হাজার ৬৫৭ জন মানুষ মশাবাহিত রোগে অসুস্থ হয়েছে। সরকার ডেঙ্গু জ্বরের প্রকোপ ধামাচাপা দিতে সরকারি যন্ত্রকে ব্যবহার করছে যথেচ্ছভাবে। রাজধানী ঢাকার হাসপাতালগুলো ডেঙ্গু রোগীর ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে। হাসপাতালগুলোতে বলতে গেলে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে। কারণ কোনো জায়গাতেই বেড খালি নেই। কয়েকটি বেসরকারি হাসপাতাল ডেঙ্গু রোগী ভর্তি বন্ধ করে দিয়েছে। হাসপাতাল থেকে অনেক রোগীকে ফেরত দেয়া হচ্ছে।’