অ্যান্ডারসনের রেকর্ড অক্ষত দেখছেন ম্যাকগ্রা

পপুলার২৪নিউজ ডেস্ক :

উইকেট বিবেচনায় টেস্ট ইতিহাসের সফলতম পেসার গ্লেন ম্যাকগ্রা। ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারে ৫৬৩ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। প্রায় এক যুগ ধরে দখলে থাকা গর্বের রেকর্ড এবার হাতছাড়া হতে চলেছে ম্যাকগ্রার। তাকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি ফাস্ট বোলার হতে আর মাত্র সাত উইকেট প্রয়োজন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের (৫৫৭)। ভারতের বিপক্ষে চলতি সিরিজের শেষ দুই টেস্টেই হয়তো ম্যাকগ্রার রেকর্ড ভেঙে দেবেন অ্যান্ডারসন।

ম্যাকগ্রা নিজেও সেটা বুঝতে পারছেন। তাই রেকর্ড হাতছাড়া হওয়ার আগেই অ্যান্ডারসনকে আগাম অভিনন্দন ও শুভকামনা জানিয়ে রাখলেন। ‘ডেইলি মেইল’-এ লেখা নিজের কলামে ম্যাকগ্রা জানিয়েছেন, অ্যাডারসন তাকে ছাড়িয়ে গেলে তিনি খুশিই হবেন। পাশাপাশি ভবিষ্যদ্বাণী করেছেন, তাকে ছাড়িয়ে যাওয়ার পর অ্যান্ডারসনের রেকর্ড আর কখনও কেউ ভাঙতে পারবে না।

৩০ আগস্ট শুরু হতে যাওয়া সাউদাম্পটন টেস্টেই অ্যান্ডারসনের তাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় একটু আগেভাগেই হাতে কলম তুলে নিলেন ম্যাকগ্রা, ‘যে কোনো রেকর্ডই দারুণ। আমি এতদিন খুবই গর্ববোধ করতাম যে, টেস্ট ইতিহাসে যে কোনো ফাস্ট বোলারের চেয়ে বেশি উইকেট আমার। রেকর্ডের জন্মই হয় ভাঙার জন্য। যখন জিমি আমাকে ছাড়িয়ে যাবে, তার জন্যও একইরকম গর্ববোধ করব আমি। কারণ আমরা সবাই ফাস্ট বোলার, সে যে দেশেরই হই না কেন। জিমির আমাকে ছাড়িয়ে যাওয়াটা সময়ের ব্যাপার মাত্র। ওর প্রতি আমার অশেষ শ্রদ্ধা। শুভকামনা রইল। আমার বিশ্বাস, আমাকে ছাড়িয়ে যাওয়ার পর তার রেকর্ড কেউ ভাঙতে পারবে না।’

অ্যান্ডারসনের রেকর্ড কেন অক্ষত থাকবে সেটাও ব্যাখ্যা করেছেন ম্যাকগ্রা, ‘জিমি আমাকে ছাড়িয়ে যাওয়ার পর দেখার বিষয় হবে, সে কোথায় গিয়ে থামে। আধুনিক ক্রিকেটের চরিত্র ও টি ২০ ক্রিকেটের আধিক্যের কারণে ভবিষ্যতে কোনো ফাস্ট বোলারই জিমিকে ছাড়িয়ে যেতে পারবে না। একজন ফাস্ট বোলার হওয়া খেলাটির সবচেয়ে কঠিন কাজ। মানুষ দেখে না মাঠের বাইরে আমাদের কত পরিশ্রম করত হয়, সইতে হয় কত কষ্ট। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর কাটিয়ে দেয়ার পরও ফর্মের তুঙ্গে থাকতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে অ্যান্ডারসনকে।’

অ্যান্ডারসনের সেরা অস্ত্র সুইং। দুর্দান্ত সুইং ও আউট সুইংয়ের পাশাপাশি রিভার্স সুইংও রপ্ত করে ফেলেছেন ৩৬ বছর বয়সী ইংলিশ পেসার। অ্যান্ডারসনের বোলিং ম্যাকগ্রাকে মনে করিয়ে দেয় পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের কথা, ‘আমি সব সময়ই বলি, জিমি অন্য মানের। দু’দিকেই সে ধারাবাহিকভাবে বল সুইং করাতে পারে। এটা একটি বিশেষ শিল্প। খুব বেশি বোলার এটা পারে না। সুইংয়ের ওপর অসাধারণ নিয়ন্ত্রণের কথা বললে আমার মনে শুধু ওয়াসিম আকরামের নামটাই আসে। যে এই খেলার আরেক কিংবদন্তি।’

ম্যাকগ্রার বিশ্বাস, প্রথম পেসার হিসেবে টেস্টে ৬০০ উইকেটের মাইলফলক পেরিয়ে যাবেন অ্যান্ডারসন। অনিল কুম্বলেকে (৬১৯) ছাড়িয়ে জায়গা করে নেবেন সেরা তিনে। কিন্তু চূড়ায় থাকা অন্য দুই স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন (৭০৮) ও মুত্তিয়াহ মুরালিধরন (৮০০) অ্যান্ডারসনের ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবেন বলে অভিমত ম্যাকগ্রার।

পূর্ববর্তী নিবন্ধফেইক আইডি নিয়ে বিব্রত তানজিন তিশা
পরবর্তী নিবন্ধমিথিলার ‘বিয়ের দাওয়াত রইলো’